
অপু বিশ্বাস! বাংলা সাহিত্যের কিংবদন্তি কথাসাহিত্যিক বিভ‚তিভ‚ষণ বন্দ্যোপাধ্যায়ের ‘পথের পাঁচালী’র অপু নয়। এ অপু ঢাকাই সিনেমার লাস্যময়ী নায়িকা। পিরিতি করে ধর্মান্তরিত হয়ে গোপনে বিয়ে, অতপর রুপালি পর্দা থেকে হঠাৎ উধাও। গোলগাল হৃষ্টপুষ্ট চেহারার এই নায়িকার ডাগর ডাগর চোখ যেন ফোঁটা পদ্মফুল।
শাকিব খানের সঙ্গে বিয়ে হওয়ার সময় অপু বিশ্বাস সনাতন ধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণ করেন বলে মিডিয়ায় সংবাদ প্রকাশ হয়। সে সময় এই চিত্রনায়িকা নাম পরিবর্তন করে অপু ইসলাম নাম রাখেন। কিন্তু সবশেষ জানা যায়, অপু বিশ্বাস হিন্দু ধর্মেই আছেন। সম্প্রতি একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে এ কথা বলেন নায়িকা। এখন অপু কোন ধর্মে আছেন? এ নিয়ে তার ভক্তদের আগ্রহের কমতি নেই। অপু-শাকিবের সন্তান আব্রাম খান জয় কোন ধর্মের পরিচয়ে বড় হবেন তা নিয়েও অনেকের কৌতুহল রয়েছে। বিষয়টি স্পষ্ট করেছেন অপু বিশ্বাস।
অপু বিশ্বাস বলেন, সব ধর্মের প্রতি আমার শ্রদ্ধা রয়েছে। তাদের সঙ্গে থাকতে গিয়ে আমি চেয়েছিলাম সারা জীবন অবশ্যই তাদের সম্মান দিয়ে যাব। যেহেতু অল্প সময়ের মধ্যে অনেক কিছু হয়ে গেছে, তার জন্য আমাকে তো আর কাগজ কলমে তারা কিছু করেননি, সে প্রমাণও তাদের কাছে নাই। আমি মনে প্রাণে বিশ্বাস করেছিলাম (ইসলাম ধর্মের কথা), আমি এখনও করি। কিন্তু আমার বাবা-মায়ের সঙ্গে থেকে তো আমি ওটা করতে পারি না।
এই চিত্রনায়িকা আরো বলেন, আমার যখন শাকিব খানের সঙ্গে বিয়ে হয়, তখন আমি এক ঝলক কাবিন নামা দেখে পরে আর তার কোনো হদিস পাইনি। আদালতের মাধ্যমে যে ভাবে ধর্মান্তর করা হয় আমার বেলায় সেই রকম কিছুই হয়নি। ঈদ এবং ইসলাম ধর্মের প্রতি আমার যথেষ্ট সম্মান রয়েছে। কিন্তু কখনো আমার ঈদ উদযাপন করা হয়নি। ঈদে কোনোদিন আমার গো-মাংস স্পর্শ করা হয়নি। আমার বাসার কাজের লোকদের জন্য আমি খাসি কোরবানির ব্যবস্থা করি।
সব ধর্মের প্রতি সম্মান ও শ্রদ্ধা আছে জানিয়ে ওই সাক্ষাৎকারে অপু বিশ্বাস বলেন, সামনে আমার একটা ভালো পরিকল্পনা আছে পারিবারিক ভাবে। এতদিন নিজের পরিকল্পনায় চলেছি, এবার বাড়ির কথামতো চলতে হবে। কাগজে-কলমে, মনে প্রাণে বা গরুর মাংস খেয়ে কিংবা হজ্ব করে আমি নিজে মুসলিম হইনি। একজনকে ভালোবেসে মুসলিম ধর্মকে সম্মান দেখিয়েছি, আজও দেখাই।
সবশেষ অপু বিশ্বাস জানান, তিনি তার আগের ধর্মেই আছেন। এখন থেকে পূজা করবেন। দুর্গাপূজায় অংশ নেবেন।
ভাঙছে ইমরান-অবন্তিকার সংসার…
ইমরান খানের সঙ্গে বিচ্ছেদ হচ্ছে অবন্তিকার। সম্প্রতি এমন খবরে তোলপাড় হয়ে যায় বি টাউন। কী কারণে ইমরান-অবন্তিকার সাজানো সংসার ভেঙে যাচ্ছে, সে বিষয়ে মুখ খুলতে দেখা যায়নি তারকা দম্পতিকে। সম্পর্কের টানাপোড়েন নিয়ে নিজেরা মুখ না খুললেও বিষয়টি নিয়ে এবার প্রকাশ্যে মন্তব্য করলেন অবন্তিকার মা বন্দনা মালিক।
পিঙ্কভিলার খবর অনুযায়ী, বলিউডে শেষবারের মতো ‘কাট্টি বাট্টি’তে দেখা যায় ইমরান খানকে। ছবিটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ার পর গত ৪ বছর ধরে বড় পর্দায় দেখা যায়নি ইমরানকে। এমনকী, গত ৪ বছর ধরে অভিনয় জগতে দেখা যায়নি ইমরানকে। অভিনয় থেকে সরে এসে পরিচালনার কাজ করতে চাইছিলেন কিন্তু তাতেও সফল হননি। শুধু মাত্র টুকটাক নাটকে অভিনয় করে এতদিন ধরে সংসার চলছিল ইমরান-অবন্তিকার।
ইমরানের কোনও রোজগার না থাকায় এতদিন পর্যন্ত অবন্তিকার পরিবারই তাদের সংসার চালাচ্ছিল। ফলে স্বামী-স্ত্রীর মধ্যে দিনের পর দিন ধরে অশান্তি বাড়তে শুরু করে। পরিবারের মানুষের সাহায্যেও ইমরান, অবন্তিকার সম্পর্কের কোনও উন্নতি হয়নি শেষ পর্যন্ত। দীর্ঘদিন ধরে স্বামী, স্ত্রীর মধ্যের ঝামেলার রেশ প্রভাব ফেলছিল তাদের সন্তান ইমারার মধ্যে। ফলে হঠাত করেই ইমরানের বাড়ি ছেড়ে ইমারাকে নিয়ে বেরিয়ে য়ান অবন্তিকা। এরপরই তারা বিচ্ছেদের সিদ্ধান্ত নেন।
শোনা যাচ্ছে, দীর্ঘদিন ধরে কোনও রোজগার না থাকায় জমানো টাকা সব শেষ হয়ে যায়। ফলে ছোট ছোট কথায় রেগে যাচ্ছিলেন ইমরান। তার জন্যই ইমরান-অবন্তিকার মধ্যে আরো বেশি করে সম্পর্কের অবনতি হতে শুরু করে। তবে বিষয়টি নিয়ে অবন্তিকার মা মুখ খুললেও, সামনে আসেননি আমির খানের ভাগ্নে ইমরান খান।