
বিবাহিত জীবনের ৮ম বছর পার করলেন আলোচিত দম্পতি চিত্রনায়ক অনন্ত জলিল ও চিত্রনায়িকা বর্ষা । প্রতি বছর বিবাহবার্ষিকীতে বর্ষাকে চমকে দিতে ভীষণ পছন্দ করেন অনন্ত। নিজের স্ত্রীর জন্য সেরাটা করার চেষ্টা করেন তিনি। এবারো তার ব্যতিক্রম হয়নি।
অনন্ত-বর্ষার অষ্টম বিবাহবার্ষিকী দুই ছেলেকে সঙ্গে নিয়ে ইতালির রোমে কাটছে । কয়েক দিন থেকেই খোশ মেজাজে তারা ঘুরে বেড়াচ্ছেন ইতালি শহরে। আজ ২৪ সেপ্টেম্বর, মঙ্গলবার ফেসবুকে রোমের কলোসিয়ামের সামনে তোলা বেশ কিছু ছবি শেয়ার করেছেন অনন্ত জলিল। ছবিতে একে অপরকে ফুল দিতে দেখা যাচ্ছে। অন্য একটি ছবিতে বাবার হাত ধরে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে দুই ছেলেকে।
‘আলহামদুল্লিলাহ, আমাদের বিবাহিত জীবনের ৮ বছর পূর্ণ হলো। আমাদের জন্য দোয়া করবেন’ অনন্ত জলিল ছবির ক্যাপশনে তাই লিখেছেন ।
২০১১ সালের ২৪ সেপ্টেম্বর বিয়ে করেন অনন্ত জলিল ও বর্ষা। ২০১৪ সালের এই দম্পতির ঘর আলো করে আসে ছেলে আরিজ ইবনে জলিল। ২০১৭ সালে জন্ম নেয় তাদের দ্বিতীয় সন্তান আবরার ইবনে জলিল।
২০১০ সালে নিজের প্রযোজিত ‘খোঁজ- দ্য সার্চ’ সিনেমার মধ্য দিয়ে নায়ক হিসেবে যাত্রা শুরু করেন অনন্ত জলিল। এরপর ‘হৃদয় ভাঙা ঢেউ’, ‘দ্য স্পিড’, ‘মোস্ট ওয়েলকাম’, ‘মোস্ট ওয়েলকাম টু’ ও ‘নিঃস্বার্থ ভালোবাসা’ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছেন অনন্ত-বর্ষা। বর্তমানে চলছে এই জুটির ‘দিন: দ্য ডে’ সিনেমার কাজ।
এফডিসিতে স্ত্রী শ্রাবন্তীকে নিয়ে রিকশায় ঘুরলেন রোশন সিং…
শামীম আহমেদ রনি পরিচালিত ‘বিক্ষোভ’ সিনেমার শুটিং করতে গত ১৯ সেপ্টেম্বর শুটিংয়ে অংশ নিতে ঢাকায় এসেছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী। ইতোমধ্যে শ্রাবন্তী বেশ কিছু অংশের কাজ শেষ করেছেন। গত ২১ তারিখ থেকে এফডিসিতে শুরু হয়েছে ছবিটির শুটিং। এতে অংশ নিয়েছেন শ্রাবন্তী, ভারতের রাহুল দেব।
আজ মঙ্গলবার সকাল থেকে এফডিসির মান্না ডিজিটালের সামনে বস্তির মতো সাজিয়ে শুটিং শুরু হয়েছে। এতে অংশ নিয়েছেন শ্রাবন্তী। সেখানেই দেখা মিললো শ্রাবন্তীর স্বামী রোশন সিংয়ের। শুটিং সেটে রিকশা চালাতে থাকেন রাহুল সিং। হঠাৎ দৌড়ে গিয়ে রিকশার যাত্রীর আসনে বসেন শ্রাবন্তী। এফডিসি জুড়ে রিকশা চালিয়েছেন শ্রাবন্তীর স্বামী।
নির্মাতা জানালেন, শ্রাবন্তীর শুটিংয়ে সঙ্গ দেওয়া জন্য ঢাকায় এসেছেন রাহুল সিং। বেশ চমৎকার মনের মানুষ তিনি।
রোশন সিং বলেন, বাংলাদেশে এসে বেশ ভালো লাগছে। চারপাশের সবকিছু উপভোগ করছি। শুনেছি রিকশা বাংলাদেশের ঐতিহ্য। তাই সামনে পেয়েই রিকশা চালানো শুরু করে দিই। রিকশা চালানোটা বেশ উপভোগ করেছি। আমার কাছে বেশ মজাই লেগেছে।’
তিনি জানান, শ্রাবন্তীর শুটিংয়ের ফাঁকে ঢাকার কোনও রাস্তায় রিকশা চড়ে ঘুরবেন।