ইতালির সেই সিলভিয়া ইসলাম ধর্ম গ্রহণ করেছেন !

2133

কেনিয়ায় অ’প’হ’র’ণে’র ১৮ মাস পরে ইতালিতে ফিরেছেন ইতালির স্বেচ্ছাসেবক সিলভিয়া রোমানো। কেনিয়ায় অ’প’হ’রণের পর সোমালিয়ার স’শ’স্ত্র গোষ্ঠী আল-শা’বা’বে’র আস্তানায় দীর্ঘ ১৮ মাস বন্দি জীবনে যা যা ঘটেছে সবই জানিয়েছেন তিনি।

সোমালিয়ায় বন্দি থাকাবস্থায় স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেন বলেও রোমে জিজ্ঞাসাবাদে জানিয়েছেন সিলভিয়া রোমানো।

ইতালিয়ান কম্যান্ডো টিম তুর্কি সিক্রেট সার্ভিসের সহায়তায় তাকে উদ্ধার করে গতকাল রবিবার রোমে নিয়ে আসা হয়। হিজাব পরিহিতা সিলভিয়া সাবলীল ভাবে নেমে আসেন ইতালিয়ান এজেন্সি ফর ইনফরমেশন এন্ড ফরেইন সিকিউরিটি’র বিশেষ জেট বিমান থেকে।

বিমানবন্দরে প্রধানমন্ত্রী প্রফেসর জোসেপ্পে কন্তের সঙ্গে একান্তে বেশ কিছুক্ষণ কথা বলেন সিলভিয়া রোমানো। পররাষ্ট্রমন্ত্রী লুইজি দি মাইওসহ এ সময় ভিআইপি লাউন্জে আরও উপস্থিত ছিলেন সিলভিয়ার মা-বাবা ও বোন।

বিমানবন্দর থেকে সিলভিয়াকে সরাসরি নিয়ে যাওয়া হয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ প্যারামিলিটারি পুলিশ ফোর্স ক্যারাবিনিয়েরির হেফাজতে।

স’ন্ত্রা’স’বা’দ বিষয়ক তদন্ত অফিসে সিলভিয়াকে প্রায় চার ঘন্টা জিজ্ঞাসাবাদ করেন রোম প্রসিকিউটর অফিসের ম্যাজিস্ট্রেটরা। হাস্যোজ্জ্বল সিলভিয়া ম্যাজিস্ট্রেটদের বলেন, ‘আমি ভালো আছি। কেনিয়ায় অ’প’হ’র’ণ’কা’রী’রা আমার সঙ্গে খারাপ আচরণ করেনি’।

ধ’র্মা’ন্ত’রি’ত হবার সত্যতা নিশ্চিত করে ম্যাজিস্ট্রেটদের সিলভিয়া রোমানো বলেন, ‘আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি এবং এটা ছিলো একান্তই আমার নিজস্ব চয়েস। সোমালিয়ায় বন্দী জীবনে সবাই আমার সঙ্গে ভালো ব্যবহার করেছে এবং বিয়ে করার জন্যও চাপ প্রয়োগ করেনি’।

প্রসঙ্গত, সিলভিয়া রোমানো ২০ নভেম্বর ২০১৮ সালে কেনিয়া থেকে অ’প’হৃ’ত হন। সূত্র: টিজিকম২৪…

ভারতে মঙ্গলবার থেকে চালু হচ্ছে বিশেষ ট্রেন

প্রায় দুই মাসের মতো বন্ধ থাকার পর ভারতে আগামীকাল (মঙ্গলবার) থেকে নিয়ন্ত্রিত মাত্রায় যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হচ্ছে। আপাতত ১৫ জোড়া বিশেষ ট্রেন চালানো হবে। করোনাভাইরাস প্রাদুর্ভাব রোধে প্রায় দুই মাস বন্ধ আছে মেইল, এক্সপ্রেস ও শহরতলির ট্রেন চলাচল। খবর এনডিটিভির।

রবিবার এক টুইটারে দেশটির রেলমন্ত্রী পীযুষ গয়াল জানিয়েছেন, সোমবার বিকাল ৪টা থেকে একমাত্র আইআরসিটিসির মাধ্যমে কাটা যাবে টিকিট। স্টেশনের ম্যানুয়াল টিকিট কাউন্টার বন্ধ থাকবে।

রেল মন্ত্রণালয়ের পক্ষ থেকে জারি করা নির্দেশিকায় বলা হয়েছে, দিল্লি থেকে দেশের অন্য শহরকে যুক্ত করবে এই রেল পরিষেবা। সেই তালিকায় আছে পশ্চিম বাংলা, আসাম, বিহার, ছত্তিশগড়, গুজরাট, জম্মু, ঝাড়খণ্ড, কর্নাটক, কেরল, মহারাষ্ট্র, ওড়িশা, তামিলনাড়ু, তেলেঙ্গানা আর ত্রিপুরা।

নির্দেশিকায় স্বাস্থ্যবিধি প্রসঙ্গে বলা হয়েছে, যেসব যাত্রীদের কনফার্ম টিকিট থাকবে তারাই একমাত্র নয়াদিল্লি স্টেশনে ঢুকতে পারবেন। যাত্রীদের সবাইকে মাস্ক পরে আসতে হবে। স্টেশনে ঢোকার মুখে খুঁটিয়ে পরীক্ষা করা হবে যাত্রীদের। যাদের করোনা উপসর্গ থাকবে তারা যেতে পারবেন না। যাত্রীদের সর্বক্ষণিক সামাজিক দূরত্ব বিধি মেনে চলতে হবে।

প্রত্যেক ট্রেনে এসি কামরা থাকবে এবং স্টপেজ সীমিত হবে। ট্রেনের সময়সূচি সংক্রান্ত বিস্তারিত যথাযথ সময়ে জানানো হবে।

ভারতে মার্চ থেকে ২০ হাজারেরও বেশি ট্রেনের বগি কোভিড-১৯ আক্রান্তদের আইসোলেশন ওয়ার্ড হিসেবে ব্যবহৃত হচ্ছে। আরও কয়েক হাজার বগি বিভিন্ন রাজ্য আটকাপড়া পরিযায়ী শ্রমিকদের নিজ নিজ রাজ্যে পৌঁছে দেওয়ার জন্য রিজার্ভ করা হয়েছে এবং এসব ট্রেন প্রতিদিন চলাচল করছে।

আগামী ১৭ মে ভারতজুড়ে জারি থাকা লকডাউনের মেয়াদ শেষ হওয়ার কথা রয়েছে। এরপর লকডাউনের মেয়াদ বাড়ানো হবে কিনা এখনো সে সিদ্ধান্ত আসেনি।