
’অ্যাম্বুলেন্স’ বা ’রোগীবাহী গাড়ি’ ব্যবহার করা হয় সাধারণত মু’মূ’র্ষ রোগীদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য। এসব গাড়ি সাধারণত খুব দ্রুতগামী হয়। তবে কখনো আপনি খেয়াল করে দেখেছেন কি, এই অ্যাম্বুলেন্সের সামনের অংশে ‘অ্যাম্বুলেন্স’ বা ‘AMBULANCE’ শব্দের অক্ষরগুলি উল্টো করে লেখা থাকে?



কেন এমনটা হয়ে থাকে? এটা কি কোনো ভুল নাকি এর পেছনে রয়েছে কোনো ব্যাখ্যা? আমরা আয়নায় যখন কোনো জিনিসের প্রতিবিম্ব দেখি তখন তা আনুভূমিকভাবে উল্টো দেখি। যেমন আয়নায় আমাদের ডান হাতকে বাম হাত দেখায়।
ঠিক তেমনি আয়নায় কোনো শব্দ দেখলে তা উল্টো দেখা যায়। যা বাস্তবে ডান থেকে শুরু হয় তা আয়নায় বাম থেকে। গাড়ির সামনে যে লুকিং গ্লাস থাকে তাতে ড্রাইভার পেছনে থাকা গাড়ির অবস্থান দেখতে পারেন। আম্বুলেন্সের সামনে কোনো গাড়ি থাকলে



সে গাড়ির ড্রাইভার লুকিং গ্লাসে উল্টো অ্যাম্বুলেন্স এর সঠিক প্রতিবিম্ব দেখতে পাবেন এবং সহজে অ্যাম্বুলেন্সের জন্য পথ ছেড়ে দিতে পারবেন। মূলত এই ভাবনা থেকেই অ্যাম্বুলেন্সের সামনে ‘AMBULANCE’ শব্দটি উল্টো করে লেখা থাকে।
এখন অনেকের প্রশ্ন থাকতে পারে যে অ্যাম্বুলেন্সের তো ভিন্ন সাইরেন রয়েছেই, যার মাধ্যমে সহজে তা চেনা যায়। তাহলে এই লেখার কী দরকার? এক্ষেত্রে অ্যাম্বুলেন্সের জরুরী অবস্থান বোঝাতে শ্রবণ ও দৃষ্টি শক্তি উভয়কে কাজে লাগানোর জন্যই এই ব্যবস্থা করা হয়েছে।



বিদ্যুৎ বিল বেশি এলে যা করবেন
ভুতুড়ে বিদ্যুৎ বিল নিয়ে হৈচৈ হয়েছে সারা দেশে। হাজার হাজার মানুষের অস্বাভাবিক বিদ্যুৎ বিল হয়েছে মে ও জুন মাসে। বিষয়টি নিয়ে শেষ পর্যন্ত বিদ্যুৎ বিতরণ কোম্পানির পক্ষ থেকে বিবৃতি দেয়া হয়েছিল। তারা ভুল বিল সংশোধন করার ঘোষণা দেয়।
অবশ্য ভুতুড়ে বিলের কারণে বেশ কিছু কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থাও নেয়া হয়েছে। তবে বিদ্যুৎ বিল বেশি এলে কী করতে হবে তা অনেকেরই জানা নেই। বিদ্যুৎ বিল বেশি হলে চিন্তিত না হয়ে নিচের ধাপগুলো অনুসরণ করতে পারেন।



আপনার হাতে আসা বিলটিতে যদি টাকার অংশ অস্বাভাবিক মনে হয় তাহলে প্রথমেই আপনাকে বিলে উল্লেখিত ইউনিটের দিকে খেয়াল করুন। অর্থাৎ আপনার আগের বিল থেকে বর্তমান বিল পর্যন্ত আপনি মোট কত ইউনিট ব্যবহার করেছেন বলে বিলে উল্লেখ আছে তা দেখুন।
এবার আপনার বিদ্যুৎ সংযোগের মিটারটি দেখুন। আপনার বিলে সবশেষ কত ইউনিট পর্যন্ত উল্লেখ রয়েছে আর মিটারে কত ইউনিট উঠেছে তা মিলিয়ে দেখুন। মিটারে প্রদর্শিত সর্বমোট ইউনিট সংখ্যার চেয়ে যদি আপনার বিলে উল্লেখিত মোট ইউনিট কম থাকে তাহলে বুঝতে হবে বিল ঠিক আছে।



এক্ষেত্রে এক মাসে হঠাৎ বেশি বিল আসলেও সেটি আপনাকে দিতে হবে। ইতিপূর্বে মিটার না দেখে কম বিল করায় আপনার মিটারে অতিরিক্ত ইউনিট জমে ছিল এবং সবশেষ বিলে সেই ইউনিট সংযুক্ত হয়েছে।
আর যদি বিলে উল্লেখিত সর্বমোট ইউনিটের সংখ্যা মিটারে প্রদর্শিত ইউনিট সংখ্যার চেয়ে বেশি হয় তাহলে নিশ্চিত হওয়া যাবে এটি বিল প্রস্তুতকারীদের ভুল। এমন হলে বিলের কপিটি নিয়ে স্থানীয় বিদ্যুৎ অফিসে যোগাযোগ করতে হবে।



বিদ্যুৎ বিলের জটিলতা এভাবে সংশোধনের জন্য কোনো ফি বা খরচ নেই। সরাসরি গিয়ে বিলের কপিটি সংশোধন করিয়ে নিন।
এক্ষেত্রে আপনি যদি বিলের কপি সংশোধন না করিয়ে অতিরিক্ত বিল জমা দেন তাহলে সেটি আপনার পরবর্তী বিল থেকে কর্তন হবে। অর্থাৎ আপনি যে পরিমাণ টাকা বেশি দিয়েছেন পরের মাসের বিলে সেই পরিমাণ কম আসবে।