চিঠি লিখে আ’ত্ম’হ’ত্যা করেছেন গাজীপুরের সাবেক কাউন্সিলর মনির

3189

গাজীপুরের সাবেক কাউন্সিলর মনির- গাজীপুর সিটি কর্পোরেশনের ৩৬নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মনির হোসেন আ’ত্ম’হ’ত্যা করেছেন। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে নিজবাড়ি থেকে গাছা থানা পুলিশ তার লা’শ উদ্ধার করে।

সাবেক কাউন্সিলর মনির হোসেন গাজীপুর সিটি কর্পোরেশনের ৩৬নং ওয়ার্ডের কামারজুরী এলাকার মৃ’ত আতাউর রহমানের ছেলে।

গাছা থানার ওসি মো. ইসমাইল হোসেন জানান, বৃহস্পতিবার ভোর পাঁচটার দিকে আ’ত্ম’হ’ত্যা’র খবর পেয়ে মনির হোসেনের বাড়িতে গিয়ে মৃ’ত’দে’হ উদ্ধার করা হয়। মনির হোসেন বেশ কিছুদিন যাবৎ অসুস্থ ছিলেন। করোনা উপসর্গ থাকায় তার টেস্ট করানো হয় কিন্তু টেস্টের রিপোর্ট এখনও পাওয়া যায়নি।

তবে তিনি একটি চিঠি লিখে গেছেন। যেখানে উল্লেখ করেছেন ‘তিনি ২০ লাখ টাকা ঋণগ্রস্ত আছেন। তার মৃ’ত’দে’হ যেন কোনোপ্রকার কা’টা-ছেঁ’ড়া ছাড়াই দা’ফ’ন করা হয়।’

নি’হ’তে’র পরিবারের আবেদনের প্রেক্ষিতে ম’য়’না’ত’দ’ন্ত ছাড়াই স্থানীয় একটি মসজিদে দুপুরে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে লা’শ দা’ফ’ন করা হয়। ধারণা করা হচ্ছে তিনি মানসিকভাবে বিষাদগ্রস্ত ছিলেন। এ ঘটনায় একটি অ’প’মৃ’ত্যু’র মামলা হয়েছে।

উল্লেখ্য, নি’হ’ত মনিরের চাচা সানাউর রহমান গাজীপুর সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচনে কাউন্সিলর নির্বাচিত হন। পরে মেয়াদ শেষ হওয়ার আগেই শারীরিক অসুস্থতায় তিনি মৃ’ত্যু’ব’র’ণ করেন। সানাউর রহমান মৃ’ত্যু’ব’রণ’ করায় ওয়ার্ডটি শূন্য হয়। পরে উপনির্বাচনে মনির হোসেন কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন।

ঘুম থেকে উঠে মায়ের ঝুলন্ত লা’শ পেল সন্তানরা

গাজীপুরের টঙ্গীর ঝিনু মার্কেট এলাকায় সুইটি পালমা (৩৪) নামে এক নারীর ঝুলন্ত ম’র’দে’হ উদ্ধার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। তিনি স্থানীয় একটি স্কুল অ্যান্ড কলেজের হিসাবরক্ষক হিসেবে নিয়োজিত ছিলেন।

সুইটি গাজীপুরের কালিগঞ্জ উপজেলার রাঙ্গামাটিয়া গ্রামের মাইকেল পালমার মেয়ে। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে। ছেলে স্থানীয় একটি বেসরকারি স্কুলের ৭ম শ্রেণির ও মেয়ে একই স্কুলের ৮ম শ্রেণির শিক্ষার্থী।

জানা যায়, বৃহস্পতিবার সকালে ঘুম থেকে উঠে নিজ বাসায় সুইটির ঝুলন্ত লা’শ দেখতে পায় তার সন্তানরা। আশপাশে জানাজানি হলে আত্মীয়-স্বজন এসে স্থানীয় থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে লা’শ উদ্ধার করে।

গাজীপুর মেট্রোপলিটন টঙ্গী পূর্ব থানা পুলিশের ওসি (তদন্ত) মো. জাহিদুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় একটি অ’প’মৃ’ত্যু’র মামলা হয়েছে। লা’শ ম’য়’না’ত’দ’ন্তে’র জন্য গাজীপুর তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজের ম’র্গে পাঠানো হয়েছে। ম’য়’না’ত’দ’ন্তে’র রিপোর্ট পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।