
ক্ষুধার্ত সন্তানের আহাজারি- ভাত খাওয়ার জন্য বারবার আর্তনাদ করছে আনুমানিক ৫ বছর বয়সী একটি ছেলে শিশু। ক্ষুধার্ত ছেলেটি সেই হাঁড়ির দিকে তাকাচ্ছে বার বার। একটু পর পর দৌড়ে গিয়ে অদূরে দাঁড়িয়ে থাকা মায়ের কাছে ‘ভাত রান্না হতে দেরি হচ্ছে কেন, কখন ভাত খেতে পারবে’ বলে তা জানতে চাইছিল। ‘এই তো, এক্ষুণি হয়ে যাবে’ বলে সান্ত্বনা দিচ্ছিল তার মা।



সন্ধ্যা ঘনিয়ে আসছে। গতকাল বুধবার শেষ বিকেলে সরে জমিন পরিদর্শনকালে রাজধানীর নীলক্ষেত থেকে কাঁটাবনগামী রাস্তা প্রায় জনমানবশূন্য দেখা যায়। মাঝে মাঝে সাইরেন বাজিয়ে দ্রুত গতিতে ছুটে যাচ্ছে অ্যাম্বুলেন্স ও হাতে-গোনা কয়েকটি প্রাইভেটকার, মোটরসাইকেল ও রিকশা।
রাস্তায় টহল দিচ্ছে সেনাবাহিনী ও পুলিশের গাড়ি। নীলক্ষেত ঢালের পাশে ফুটপাত সংলগ্ন ফাঁকা রাস্তার বিদ্যুতের খুঁটির নিচে তিনটি ইট বসিয়ে চুলা বানিয়ে ভাত চড়িয়েছেন হতদরিদ্র শেফালি বেগম। ঢাকা শহরে নিজের ঘর-বাড়ি নেই। ফুটপাতেই পঙ্গু স্বামী ও পাঁচ বছর বয়সী ছেলেকে নিয়ে দিন কাটে তার।



স্বাভাবিক সময়ে কাঁটাবন মোড়ে কখনও ভিক্ষা করে কখনও লুচনি বিক্রি করে সংসার চালান। ক’রোনা’ভাইরা’স সংক্র’মণ প্রতিরোধে সরকারি টানা ছুটি ও রাস্তাঘাটে মানুষ না থাকায় আয়-রোজগার নেই। ফলে গত কয়েক দিন স্বামী সন্তানসহ জমানো কিছু টাকায় চাল ও আলু কিনে খেয়ে না খেয়ে কাটিয়েছেন।
শেফালি বেগম জানান, গত মঙ্গলবার পর্যন্ত খাওয়ার কষ্ট হলেও আজ বৃহস্পতিবার সকাল থেকে খাবার পাচ্ছেন। সকাল বেলা কারা যেন খিচুড়ির প্যাকেট দিয়ে গেছে। দুপুরে সরকারি দলের লোকজন পরিচয়ে একটি প্যাকেট (চাল, আলু, তেল ও সাবান) দিয়ে গেছে। পোলাডা ভাত খাইতে পছন্দ করে।



সকালে খিচুড়ি খাইলেও পেট ভরেনি। চাল, আলু ও তেল পাইছিলাম, কিন্তু পুলিশ ফুটপাতে রান্না করতে দেয়নি বলে দুপুরে পোলাডারে কিছুই খাওয়াইতে পারি নাই। তাই বিকেলে দেড় পট চালের ভাত চড়াইছি। ভাতের সাথে শাক ও ঢেঁড়শ ভাজি করে ছেলেকে খাইতে দিবো।
এ অবস্থা চলতে থাকলে এবং নিয়মিত সাহায্য না পেলে তাদের মতো হতদরিদ্র মানুষকে না খেয়ে ম’রতে হবে বলে জানান শেফালি। শেফালি যখন এ প্রতিবেদকের সঙ্গে কথা বলছিলেন তখন তার ছেলেটি বার বার এসে জানতে চাইছিল, ‘মা, ভাত খামু কহন?’



জ্বর-সর্দিতে ঢামেকের আইসোলেশনে ২ জনের মৃ”ত্যু
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি থাকা দু’জন মা”রা গেছেন। এদের মধ্যে একজনের বয়স (৬৫) অপরজনের (৩২)।
বুধবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (অর্থ) ডা. আলাউদ্দিন আল আজাদ। তিনি বলেন, ‘তারা জ্বর, সর্দি কাশি নিয়ে ঢামেক হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি ছিলেন। ক’রো’না’ভাইরা’সে সংক্র’মিত হয়ে তারা মা”রা গেছেন কি না, তা নিশ্চিত নয়। তা নিশ্চিত হতে স্যাম্পল (নমুনা) পরীক্ষার জন্য আইইডিসিআর কার্যালয়ে প্রেরণ করা হয়েছে।’



ঢামেক হাসপাতালের বিশ্বস্ত একটি সূত্র জানায়, গত মঙ্গলবার তারা হাসপাতালে ভর্তি হয়। তাদের নতুন ভবনের নিচে আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছিল। গত রাত সাড়ে ১০টার দিকে একজনের মৃ”ত্যু হয়। বুধবার ভোর ৫টার দিকে আরেকজন মা”রা যায়। তাদের ম’র’দেহ ম’র্গে রাখা হয়েছে।
আইইডিসিআরে তাদের ক’রো’না হয়েছিল কিনা যাচাই করতে র’ক্তে’র নমুনা পাঠানো হয়েছে। রিপোর্ট আসলেই তারা ক’রো’নাভা’ইরা’সে আ’ক্রা’ন্ত হয়েছিল কি না তা নিশ্চিত হওয়া যাবে। রিপোর্টে নেগেটিভ আসলে ম’র’দেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। পজেটিভ আসলে যথাযথ পদ্ধতিতে দা’ফন করা হবে।