নিখোঁজ হলেন বৃদ্ধ মা, খুঁজে পেতে সহযোগিতা চান মেয়ে

2645

গত (২৩ ডিসেম্বর) সোমবার রাজধানীর লালমাটিয়া থেকে বয়োবৃদ্ধ একজন নারী নিখোঁজ হয়েছেন। তার নাম আশরাফুন্নেছা (বয়স ৭০)। তিনি মানসিক ভাবে কিছুটা ভারসাম্যহীন বলে পরিবার জানিয়েছে।

নিখোঁজ মায়ের সন্ধান পেতে সামাজিক মাধ্যমে ছবি পোস্ট করে সবার সহযোগিতা চেয়েছেন মেয়ে শারমিন বিনতে বিলাল। এ ছাড়া আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হয়েছে বিষয়টি। এ ঘটনায় রাজধানীর মোহাম্মদপুর থানায় গতকালই একটি জিডি করা হয়েছে। শারমিনের ফেসবুক পোস্টটি পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো:

‘একটি নিঁখোজ সংবাদ। আজ আনুমানিক সকাল ৭ ঘটিকায় আমার মা জনাবা আশরাফুন্নেছা (বয়স ৭০) লালমাটিয়া হতে নিখোঁজ হয়েছেন। নিখোঁজের সময় উনার পরনে ছিলো হালকা সবুজ রংয়ের সালোয়ার কামিজ এবং উনার গায়ের রং ফর্সা, আনুমানিক উচ্চতা ৫ ফুট ১ ইঞ্চি।

যদি কোন সহৃদয়বান ব্যক্তি জনাবার খোঁজ পেয়ে থাকেন তবে 01715506703, 01711507878, নাম্বারে যোগাযোগের জন্য বিশেষভাবে অনুরোধ জানানো যাচ্ছে। আমার মা মানসিক ভারসাম্যহীন এবং ঠিকানা বলতে পারেন না। মোহাম্মদপুর থানা এবং RAB-2 এই বিষয়ে অবগত আছেন। আমার মাকে সুস্থভাবে ফেরত পাবার জন্য সবার সহযোগিতা কামনা করছি।’

ইন্দোনেশিয়ায় দুর্ঘ’ট’নার কবলে গিরিখাতে বাস, নি’হ’ত ২৬

গভীর গিরিখাতে পড়ে ইন্দোনেশিয়ায় বাস দুর্ঘ’ট’নায় ২৬ জন প্রাণ হারিয়েছেন। আ’হ’ত হয়েছেন কমপক্ষে ১৩ জন। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি’র জানায়, সোমবার রাতে সাউথ সুমাত্রা প্রদেশে ৫০ জন যাত্রী নিয়ে বাসটি ৫০০ ফুট নিচে পড়ে যায়। উদ্ধার অ’ভি’যান চলছে।

বাসের চারপাশে আর কেউ রয়েছেন কি না, সে সন্ধান চালাচ্ছেন কয়েক জন ডুবুরি। উদ্ধার অ’ভিযা’নের একটি ভিডিওতে পানি থেকে তোলা ম’র’দেহ স্ট্রেচারে করে নেওয়া হচ্ছে দেখা গেছে।

এদিকে পুলিশ এবং উদ্ধারকারীরা নদী ও আশপাশের ঢালে নিখোঁজ যাত্রীদের খোঁজে অ’ভি’যান চালাচ্ছেন। দেশটির স্থানীয় পুলিশের মুখপাত্র দলি গোমারা জানিয়েছেন, অর্ধশতাধিক যাত্রী নিয়ে বাসটি দেড়শ’ মিটার গভীরের খাদে পড়ে গেছে। বাসটি জলাশয়ে ডুবে যাওয়ার আগে রাস্তার সাইটের কংক্রিটে আ’ঘা’ত লেগে দুমড়ে-মুচড়ে যায়।

এছাড়া এই বাসে এখনও কিছু যাত্রী আ’ট’কা আছে। কয়েক জন যাত্রী নিখোঁজ থাকার আশঙ্কা করা হচ্ছে। বেংকুলু প্রদেশ থেকে পাগার আলামের উদ্দেশে বাসটি ২৭ জন যাত্রী নিয়ে রওনা দেয়। পরে আরও যাত্রী তোলা হলে সংখ্যা দাঁড়ায় ৫০।