নিজ বাড়ি ফেরার পথে কুয়েত প্রবাসীর মালামাল লু’ট, ৮ ডা’কা’ত ধরা !

2139

মালামাল উদ্ধার করেছে পুলিশ – নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে লু’ট হওয়া প্রবাসীর মালামাল গাজীপুর থেকে উদ্ধার করেছে পুলিশ।

রোববার রাতে গাজীপুরের টঙ্গী থেকে থেকে এসব মালামাল উদ্ধার করা হয়। এ সময় আ’ট’ক ডা’কা’ত’কে গ্রে’ফ’তা’র করে পুলিশ।

গ্রে’ফ’তা’র’কৃ’ত’রা হলেন রূপগঞ্জ উপজেলার অহিদ বয়াতির ছেলে নাজমুল হোসেন (২৫), একই এলাকার ইসমাইল হোসেনের ছেলে মুন্না (২২), মালেকের ছেলে রাকিব (২৫), ময়মনসিংহের শহিদ মিয়ার ছেলে রনি খান (২৫), মাদারীপুরের মৃ’ত ইমদাদুল হকের ছেলে মেহেদী হাসান (২৫),

লক্ষ্মীপুরের মৃ”ত রোস্তম আলীর ছেলে সিরাজুল ইসলাম ওরফে সুমন (২৫), নোয়াখালীর সৈয়দ আহমেদের ছেলে মানিক মিয়া (২০), ঝালকাঠির বিল্লাল তালুকদারের ছেলে রেজাউল তালুকদার (২৫)।

রূপগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, শনিবার নুরুল ইসলাম নামে এক কুয়েত প্রবাসী হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রাইভেটকারযোগে ব্রাহ্মণবাড়িয়ায় নিজ বাড়িতে যাচ্ছিলেন।

রূপগঞ্জ উপজেলার কালাদী পেট্রল পাম্পের সামনে পৌঁছালে একদল ডা’কা’ত পিকআপ ভ্যান দিয়ে নুরুল ইসলামের প্রাইভেটকারের গতিরোধ করে।

সেই সঙ্গে ডা’কা’ত দলের সদস্যরা নুরুল ইসলাম ও প্রাইভেটকার চালককে অ’স্ত্রে’র মুখে পি’টি’য়ে আ’হ’ত করেন। এ সময় ২৭ কুয়েতি দিনার, সাত হাজার টাকা, মোবাইল, স্বর্ণালঙ্কার, কাপড়-চোপড় ও ইলেকট্রনিকস মালামালসহ দুই লাখ ৫০ হাজার টাকার জিনিসপত্র লু’ট করে নিয়ে যায় ডা’কা’ত’রা। ওই রাতেই রূপগঞ্জ থানায় অভিযোগ দেন প্রবাসী নুরুল ইসলাম।

ওসি মাহমুদুল হাসান বলেন, অভিযোগের ভিত্তিতে রূপগঞ্জ থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) নাজিম উদ্দিনের নেতৃত্বে টঙ্গীর রেলস্টেশন এলাকা থেকে প্রাইভেটকারসহ ডা’কা’তি হওয়া মালামাল উদ্ধার করে পুলিশ। এ সময় তিন ডা’কা’ত’কে গ্রে’ফ’তা’র করা হয়।

পরে তাদের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে ময়মনসিংহ ও ঢাকার কারওয়ান বাজার থেকে বাকি পাঁচ ডা’কা’ত’কে গ্রে’ফ’তা’র করা হয়। গ্রে’ফ’তা’র’কৃ’ত’দে’র বিরুদ্ধে রূপগঞ্জ থানায় ডা’কা’তি’র মামলা হয়েছে। আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।

পাসপোর্ট ফি ৫২০০ টাকা চেয়ে দুদকের হাতে ধরা !

দিনাজপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযান চালিয়ে এক দালালকে গ্রেফতার করেছে দু’র্নী’তি দমন কমিশন (দুদক)। এক নারীর কাছে ৩ হাজার ৪০০ টাকার পাসপোর্ট ফি ৫ হাজার ২০০ টাকা চাওয়ায় সোমবার (২৪ ফেব্রুয়ারি) তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের পর তাকে দুই মাসের বিনাশ্রম ক’রা’দ’ণ্ড দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক মোহাম্মদ মোহছেন উদ্দিন। দণ্ডপ্রাপ্ত হাসান আলী রমজান (৪৫) দিনাজপুর শহরের মিশন রোড এলাকার মৃ”ত সিদ্দিক আলীর ছেলে।

দুদকের দিনাজপুর জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক মো. জিন্নাতুল ইসলাম বলেন, যারা পাসপোর্ট প্রক্রিয়া কম বোঝেন কিংবা যারা দ্রুত পাসপোর্ট করতে চান তাদের টার্গেট করে দালালরা। দ্রুত সময়ে পাসপোর্ট পাইয়ে দেবে বলে তাদের সঙ্গে প্রতারণা করে এসব দালাল।

সোমবার সকালে এক নারীকে দ্রুত পাসপোর্ট পাইয়ে দেয়ার কথা বলে ৩ হাজার ৪০০ টাকার পাসপোর্ট ফি ৫ হাজার ২০০ টাকা দাবি করে হাসান আলী রমজান। বিষয়টি দুদকে জানান ওই নারী।

খবর পেয়ে তাৎক্ষণিক অভিযান চালিয়ে হাসান আলী রমজানকে গ্রেফতার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে হাসান আলী রমজানকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন বিচারক মোহছেন উদ্দিন।

দিনাজপুর কোতোয়ালি থানা পুলিশের ওসি মো. মোজাফফর হোসেন বলেন, পাসপোর্ট অফিসে অভিযান চালিয়ে এক দালালকে গ্রে’ফ’তা’র করে দুদক। পরে তাকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।