প্রায় ৪০ দিন পর খুলে দেওয়া হলো মসজিদুল হারাম-নববী

1208

খুলে দেয়া হয়েছে সৌদি-আরবের সব চেয়ে বড় দুই মসজিদ মক্কার মসজিদ-আল-হারাম ও মদিনার মসজিদ-আল-নববী। প্রায় এক মাস ১০ দিন পর খুলে দেয়া হয় পবিত্র মসজিদদ্বয়। আজ ১ মে, শুক্রবার থেকে মসজিদ দুটি খুলে দেওয়ার ঘোষণা দেয় সৌদি হজ এবং ওমরাহ মন্ত্রণালয়। এর ফলে আবার মুসল্লিরা এক সঙ্গে নামাজ আদায় করবেন।

বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়া করোনা’ভাই’রাসের ঝুঁ’কি এড়াতে বিশ্ব মুসলিম উম্মাহর সম্মিলনস্থল পবিত্র মসজিদ দু’টিতে গত ২০ মার্চ থেকে মুসল্লিদের প্রবেশ বন্ধ করে দেয় সৌদি কর্তৃপক্ষ।

তবে এক্ষেত্রে মুসল্লিদের কিছু নিয়ম-কানুন বেঁধে দিয়েছে সৌদি কর্তৃপক্ষ। মসজিদে প্রত্যেক মুসল্লিকে নিজ নিজ জায়নামাজ সঙ্গে করে নিয়ে আসতে হবে। সবাইকে অবশ্যই মুখে মাস্ক পড়ে আসতে হবে। মসজিদে প্রবেশের সময় হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত ভালো করে পরিষ্কার করতে হবে এবং অবশ্যই শারীরিক দূরত্ব বজার রাখতে হবে।

সৌদি আরবে এখন পর্যন্ত ২২ হাজার ৭৫৩ জন করোনা’ভাই’রাসে আ’ক্রা’ন্ত হয়েছেন। এর মধ্যে মা”রা গেছেন ১৬৩ জন। সূত্র: মিডলইস্ট মিরর, ডেইলি টাইমস পিকে…

করোনায় আ’ক্রা’ন্ত হয়ে প্রাণ হারালেন আরও এক এসআই

করোনা’ভাই’রাসে আ’ক্রা’ন্ত হয়ে রাজধানীর রাজারবাগের কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও এক পুলিশ সদস্যের মৃ”ত্যু হয়। আজ শুক্রবার সকাল ৮টার দিকে মা’রা যান তিনি। এ নিয়ে বাংলাদেশ পুলিশের চার সদস্য করোনাভা’ইরা’সে প্রাণ হারালেন।

কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের সুপার হাসান উল হায়দার বিষয়টি নিশ্চিত করে জানান, মৃ”ত্যুবরণকারী পুলিশের নাম নাজের উদ্দীন (৫৫)। তিনি বিশেষ শাখায় (এসবি) উপ-পরিদর্শক (এসআই) হিসেবে দায়িত্বরত ছিলেন। করোনা’ভাই’রাসে আ’ক্রা’ন্ত হয়েছিলেন তিনি। এছাড়া অ্যাজমা ও হাইপারটেনশনে ভুগছিলেন নাজের উদ্দীন।

পুলিশ সদর দফতরের সহকারী মহাপরিদর্শক (এআইজি-মিডিয়া অ্যান্ড পিআর) মো. সোহেল রানা জানান, আজ সকালে রাজারবাগে এসআই নাজির উদ্দীনের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। জানাজা শেষে পুলিশের ব্যবস্থাপনায় ম’র’দেহ মরহুমের গ্রামের বাড়ি পাঠানো হয়েছে। সেখানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও পুলিশ সদস্যদের উপস্থিতিতে ধর্মীয় বিধান অনুযায়ী ম’র’দেহ দাফন করা হবে।

তিনি জানান, গত ২৫ এপ্রিল এসআই নাজিরের শরীরে করোনার উপসর্গ দেখা দিলে পরীক্ষা করে রেজাল্ট পজিটিভ পাওয়া যায়। এরপর থেকে তিনি রাজারবাগের কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি ছিলেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তার মৃ”ত্যু হয়।

১৯৮৩ সালের ২৫ সেপ্টেম্বর বাংলাদেশ পুলিশে যোগদান করেন নাজির উদ্দীন। ২০১৩ সালের ২২ সেপ্টেম্বর থেকে এসবি ছিলেন তিনি। তার বাড়ি পাবনা জেলার ভেংগুরা থানার কাজীটোলা গ্রামে।