ভোলায় বয়স্ক ব্যক্তিকে দিয়ে পা ধুয়ে নিলেন ইউপি চেয়ারম্যান, ছবি ভাইরাল

2084

ভোলার চরফ্যাশন উপজেলার চরমাদ্রাজ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোজাম্মেল হক জমাদার এক বয়স্ক ব্যক্তিকে দিয়ে পা ধুয়ে নিয়েছেন। আর সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়ে গেছে। বিষয়টি নিয়ে বইছে সমালোচনার ঝড় বইছে।

তবে এ ঘটনায় ইউপি চেয়ারম্যান স’ম্মানহা’নির চেষ্টা হচ্ছে অভি’যোগ করে চরফ্যাশন থানায় সাধারণ ডায়েরি করেছেন। থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সামছুল আরেফিন বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, মাথায় টুপি ও দাড়িওয়ালা ওই বয়স্ক ব্যক্তিকে দিয়ে চেয়ারম্যানের পা ধুয়ে নেয়ার ছবি ছড়িয়ে পড়ায় ব্যাপক সমালোচনা চলছে। অনেকে বলছেন, চেয়ারম্যান তার ক্ষমতার দাপট দেখিয়ে এ সব করছেন। কেউ কেউ চেয়ারম্যানের পক্ষেও পোস্ট দিয়েছেন।

চেয়ারম্যান মোজাম্মেল হক জমাদার বলেন, ‘চরমাদ্রাজে নৌ পুলিশের একটি অস্থায়ী ক্যাম্প হয়েছে। সাগরে মাছ ধরায় নিষেধা’জ্ঞার বিষয়ে সেখানে গত ১৪ জুন একটি সভা হয়। সভায় যোগ দিতে বের হলে রিকশায় ওঠার জন্য কাঁচা রাস্তায় হেঁটে আসলে কাদায় ভরে যায়। তখন আমার বাড়ির বিশ্বস্ত কাজের মানুষ মো. ফাজিল আহমেদ আসে।

তিনি বলেন, ‘আমি না করা সত্ত্বেও পানি দিয়ে আমার পা ধুয়ে দেয়। ওই সময় মো. এলিন, মো. হাসান ও মো. মিজান নামে তিনজন বখা’টে মোবাইলে ছবি তোলে। তারা স’ম্মানহা’নির জন্য ছবিটি ফেসবুকে ছেড়ে দিয়েছে। ওই তিন বখা’টেকে তাদের কার্যক্রমের জন্য কয়েকবার সতর্ক করেছি। এ জন্য তারা ক্ষি’প্ত হয়ে এসব করেছে।’ তবে পা ধুয়ে দেয়া মো. ফাজিল আহমেদের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।

এ ব্যাপারে চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সামছুল আরেফিন বলেন, ইউপি চেয়ারম্যান মা’নহা’নির বিষয়ে জিডি করেছেন। তবে কারও নাম উল্লেখ করেননি বলে জানান তিনি।

করোনাকালে দ্বিগুন ডেঙ্গু রোগী, তথ্য নেই চিকঙ্গুনিয়ার!

করোনা মহা’মারির মধ্যেই আশঙ্কাজনক হারে বাড়ছে ডেঙ্গু রোগী। গতবছরের এ সময়ের চেয়ে আক্রা’ন্তের সংখ্যা এখনই দ্বিগুন। আর চিকনগুনিয়া রোগীর কোনো তথ্যই নেই স্বাস্থ্য অধিদপ্তরে।

সিটি করপোরেশন বলছে, জনগণ সচেতন না হলে তাদের একার পক্ষে এডিস মশা নিধন সম্ভব নয়। বিশেষজ্ঞরা বলছেন, গত বছরের বাজে অভিজ্ঞতায় সিটি করপোরেশন এখন পর্যন্ত দৃশ্যমান কার্যকর ভূমিকা নিতে পারেনি। আর তাদের এই সমন্বয়হীনতায় ভয়া’বহ পরিণতির শ’ঙ্কা বাড়ছে।

করোনায় চিকিৎসায় দেশের হাসপাতালগুলো যখন হিমশিম খাচ্ছে ঠিক তখন ম’ড়ার উপর খাঁ’ড়ার ঘা হয়ে দেখা দিয়েছে ডেঙ্গু। উদ্বেগ-উৎকণ্ঠা চিকনগুনিয়া নিয়েও।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, গত বছরের এই সময়ে ডেঙ্গু আক্রা’ন্তের সংখ্যা ছিল ২৭৫, বর্তমানে যার সংখ্যা ৩০৫ জন। এর মধ্যে ২৩৮ জনই ঢাকার। তারপরও ডেঙ্গু নিয়ন্ত্রণ নিয়ে চলছে কাদা ছোড়াছুড়ি। সাধারণ মানুষ সিটি করপোরেশনের গাফিলতিকে দায়ী করলেও সিটি করপোরেশন এবারও দেখছে সচেতনতার অভাবকে।

নাগরিকদের ভাষ্য, সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ব্যবসা করি। কোনো তৎপরতা চোখে দেখিনি। হটাৎ এসে কামান দাগিয়ে চলে যায়।

যদিও স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু আক্রা’ন্তের সংখ্যার সঙ্গে একমত নয় সিটি করপোরশন। তারা বলছে, একার পক্ষে এডিস মশা নিয়ন্ত্রণ সম্ভব নয়।

এ প্রসঙ্গে দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার. জেনারেল মো. শরীফ আহমেদ বলেন, সারাদেশে আজ ৮ জন পাওয়া গেছে। তাহলে এটা বেশি বেড়েছে কীভাবে বললেন?

তাহলে এবারও কি গতবারের চেয়ে ডেঙ্গুর প্রকোপ বাড়বে?

নগর পরিকল্পনাবিদ ইকবাল হাবিব বলেন, তেমন কোনো প্রচার প্রচারণাও আমরা দেখছি না। জরি’মানা কার্যকরের মাধ্যমে জনগণকে সতর্ক করার কার্যকলাপও তেমন উল্লেখ করার মতো নয়।

যদিও চলতি বছরে এখন পর্যন্ত চিকনগুনিয়া আ’ক্রা’ন্তের কোনো তথ্যই নেই স্বাস্থ্য অধিদপ্তরের কাছে। গত বছর ডেঙ্গু আ’ক্রা’ন্ত হয়ে সরকারি হিসাবে ১৭৯ জনের মৃ”ত্যু হয়।