লুকিয়ে করোনায় মৃ’ত বাবাকে দেখতে এলো শিশু সন্তান, দৃশ্য ভাইরাল !

3206

মহা’মারি করোনা’ভাই’রাস পরিস্থিতিতে একে একে জন্ম দিচ্ছে নানান ধরনের দৃশ্য। এ ভা’ইরা’সের কারণে যেমন ছিন্ন পরিবার কিংবা মাকে রাস্তায় ফেলে আসতেও বুক কাঁপছে না অনেকেরই।

এবার আরেকটি হৃদয়বিদারক দৃশ্য ধরা পড়লো চট্টগ্রাম ফিল্ড হাসপাতালে।

করোনাভাই’রাসে মা’রা যাওয়া বাবাকে অনেকটা লুকিয়েই শেষ বিদায় দিতে এসেছিল তার সাত বছরের একমাত্র সন্তান।

প্রাণহীন বাবার কপালে আর দু’গালে শেষবারের মতো আদরের পরশ বুলিয়ে দিয়ে যায় ছেলে। চট্টগ্রাম ফিল্ড হাসপাতালের এমনই এক হৃদয়বিদারক ভিডিও ভাইরাল হয়েছে।

আজ ২২ মে, শুক্রবার সকালে বেদনাবিধুর বাস্তবতা নিয়ে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন চিকিৎসক বিদ্যুৎ বড়ুয়া।

মুহূর্তেই ভাইরাল হয়ে যায় ভিডিওটি। ভিডিওটির নিচে ক্যাপশনে চিকিৎসক বিদ্যুৎ বড়ুয়া লিখেন, চট্টগ্রাম ফিল্ড হাসপাতালে বেদনাবিধুর বাস্তবতা:

পাঠকদের জন্য সেই স্ট্যাটাসটি হুবুহু তুলে ধরা হল-

সন্তানের শেষ আদর বাবাকে-

গত ২০ মে ৪০ বছরের রোগী জীবনের শেষ মুহূর্তে চিকিৎসা নিতে এসেছিল আমাদের চট্টগ্রাম ফিল্ড হাসপাতালে। রোগীকে প্রথম দেখায় বুঝতে পেরেছিলাম জীবনের সময় বেশি নেই। তবু চেষ্টা করেছিলাম আমাদের সামর্থ্য নিয়ে রোগীকে বাঁ’চা’তে। রোগীর অভিভাবকও বুঝতে পেরেছিল রোগীর পরিণতি। করোনা টেস্ট হয়নি কিন্তু সকল লক্ষণ করোনাভা’ই’রাস জনিত।

অবশেষে মা’রাও গেলেন ১৩.৩০ ঘণ্টা পর। রোগীর অভিভাবক হিসেবে সাথে ছিলেন তার স্ত্রী। স্ত্রীকে জিজ্ঞেস করতেই বললো তাদের ৭ বছরের সন্তান আছে। সাধারণত করোনাজনিত লক্ষণে মা’রা গেলে সিভিল সার্জন অফিসে জানাতে হয়। পরে সিভিল সার্জন নির্ধারিত প্রক্রিয়ায় দ্রুত দা’ফন করা হয়।

কিন্তু আত্মীয় স্বজন কেউ মৃ’ত ব্যক্তিকে দেখার সুযোগ হয় না। আমি মৃ’ত রোগীর অভিভাবক স্ত্রীকে বললাম আপনাদের সন্তানকে তার বাবাকে দেখবে না? উত্তরে বললো বাসায় কেউ নাই আর কীভাবে আসবে। পরে সিভিল সার্জন কর্তৃপক্ষ নিয়ে গেলে সন্তান বাবাকে দেখতে পারবে না। আমি বললাম আপনি বাসায় গিয়ে আপনাদের সন্তানকে নিয়ে আসেন আমাদের হাসপাতালের গাড়ি নিয়ে।

তাই হলো মা সন্তানকে আমাদের গাড়িতে করে নিয়ে আসলো। সন্তান বাবাকে তার শেষ স্পর্শ আদর দেওয়ার মুহূর্ত (তাদের সন্তান এর সাথে আলাপে তার বাবা সন্তানের অনেক কিছু জানা হলো কষ্ট হলো অনেক ৭ বছরের সন্তান তার বাবাকে হারালো)

অতিরিক্ত সচিব কৃষিবিদ তৌফিকুল আলমের করোনায় মৃ’ত্যু !

অতিরিক্ত সচিব কৃষিবিদ তৌফিকুল- বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ৮২ ব্যাচের ছাত্র, অতিরিক্ত সচিব (পিআরএল ভোগরত) কৃষিবিদ তৌফিকুল আলম (৫৯) করোনায় আ’ক্রান্ত হয়ে মা’রা গেছেন।

শুক্রবার (২২ মে) সকাল সাড়ে ১০টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মা’রা যান তিনি।(ইন্নালিল্লাহি…রাজিউন) ।

কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশের মহাসচিব কৃষিবিদ মো. খায়রুল আলম প্রিন্স বিষয়টি নিশ্চিত করেছেন। এছাড়াও সংগঠনের পক্ষ থেকে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়েছে।

শোকবার্তায় জানানো হয়, কৃষিবিদ তৌফিকুল আলম নোটিশ অবসরোত্তর ছুটি (পিআরএল) ভোগ করছিলেন। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ৮২ ব্যাচের ছাত্র।

উল্লেখ্য, গত ২৪ ঘণ্টায় করোনায় আ’ক্রান্ত হয়ে ২৪ জন মা’রা গেছেন। ফলে করোনায় মোট ৪৩২ জনের মৃ’ত্যু হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রা’ন্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও এক হাজার ৬৯৪ জন। এতে মোট আক্রা’ন্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০ হাজার ২০৫ জনে।