
শীত হেরে যাচ্ছে ঈমানদার মুসলিমের কাছে- সারা বিশ্বের কোটি কোটি মানুষ যখন প্রচন্ড শৈত্যপ্রবাহ থেকে র’ক্ষা পেতে ঠান্ডার সাথে রিতিমত যু’দ্ধ শুরু করছে ঠিক তখনি এই প্রচন্ড শীতের মধ্য বরফ জমানো পাহাড়ের উপর দাড়িয়ে কয়েকজন ব্যাক্তিকে মহান সৃষ্টিকর্তার ইবাদতে মগ্ন থাকতে দেখা গেছে।



বিশ্বের কোটি কোটি মানুষ যখন শীত থেকে নিজেদের কে র’ক্ষা করতে হিমশিম খাচ্ছে কেউ কেউ গরম কাপড় আ’গু’নের তা’প দিয়ে নিজেদের কে র’ক্ষা করতে না পেরে বাসা বাড়ি থেকে বের হওয়া থেকে বিরত থাকছে এমন কি গরমের উষ্ণতা পেতে গোসল করা থেকে নিজেকে দুরে রাখছে অথচ এই প্রচন্ড শীতের মাঝেও প্রকৃত ইমানদারের কাছে বরাবরের মত এবারও হেরে যাচ্ছে বরফজমানো শীত।
গতকাল থেকে স্যোসাল মিডিয়া গুলোতে একটি স্থির চিত্র ভা’ই’রা’ল হতে দেখা গেছে, প্রচন্ড শীতের মধ্য বরফজমানো পাহাড়ের উপর দাড়িয়ে কয়েকজন ব্যাক্তিকে মহান সৃষ্টিকর্তার ইবাদতে মগ্ন থাকতে।



চিত্রটি ভাল করে লক্ষ করলে দেখা যাচ্ছে বরফ জমা একটি ফাঁকা মাঠে মাটির উপর নামাজের বিছানা উপর দাড়িয়ে কয়েকজন মুসলিমকে নামাজ আদায় করতে দেখা যাচ্ছে এবং আরো কিছু মুসলিম নামাজের জন্য এগিয়ে আসছেন ছবিটা দেখে মনে হচ্ছে শীত যেন তাদের কাছে কিছুই না মহান সৃষ্টিকর্তার ইবাদত তাদের কাছে অধিক গুরুত্বর।
এমন একটি ছবি ভাই’রা’ল হওয়ার পরে সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে পাঠকদের প্রসংসিত আলোচনা ও সমালোচনার বন্যায় সরগল এখন স্যোশাল মিডিয়াগুলো।



নামাজি ঐ ব্যাক্তিদের কে প্রকৃত ইমানদার ও আল্লাহ ভিরু আখ্যাদিয়ে অনেকে তাদের প্রসংশা করেছেন, ছবিটির নিচে সাইফ হাসান নামে এক ব্যাক্তি লেখছেন, প্রকৃত ইমানদার ব্যাক্তিদের কে কখনো দমিয়ে রাখা যায় না।
যাদের মনে আল্লাহুর ভ’য় আছে যারা বিশ্বাস করে মৃ’ত্যে’র পরে আরেকটি জীবন আছে সেখানে প্রতিটা মানুষের ভাল ম’ন্দ কাজের হিসাব দিতে হবে তারা পৃথিবির সকল নি’র্যা’তন এবং প্রকৃতিক দূ’র্যো’গকে পরওয়া না করে আল্লাহুর ইবাদাতে মশগুল থাকে এটাই তার জ’ল’ন্ত প্রমান।



নুরি আলম নামে এক ব্যাক্তি লেখছেন, যারা সত্যিই ঈমানদার হয় তাদেরকে কেও নামাজ থেকে বিরত রাখতে পারে না। নামাজের মধ্যে যেন শান্তি নিহিত, এই দৃশ্য তা প্রমাণ করে।
ড. মাহমুদ নামে এক ব্যাক্তি লেখছেন যারা প্রচন্ড শৈত্যপ্রবাহে বরফজমানো মাটির উপর দাঁড়িয়ে নামাজ আদায় করছে মহান রব্বুল আলামিন তাদের জন্য অবশ্যই পুরুস্কারের ব্যাবস্থা করে রাখছেন।



মৃ’ত স্বামীর অবসর ভাতা জমিয়ে মসজিদ নির্মাণ করলেন স্ত্রী
৩০ বছর ধরে মৃ’ত স্বামীর অবসর ভাতা জমিয়ে তারই নামে একটি মসজিদ বানিয়েছেন এক সৌ’দি নারী। ওই নারীর এমন পদক্ষেপের ছবি সোমবার তার ছেলে টুইটারে প্রকাশ করে। সোশ্যাল মিডিয়ায় ছেলে মোহাম্মদ আল হারবি ওই ছবি প্রকাশ করার পর অনেকে প্রশংসা করেছেন।
আল হারবি টুইটারে যে ছবি প্রকাশ করেছেন সেখানে দেখা যাচ্ছে, তার মা নতুন বানানো মসজিদ প্রাঙ্গণে দাঁড়িয়ে আছেন।



ছবির নিচে আল হারবি লিখেন, তুমি কত মহৎ, মা…তুমি কখনও আমার মৃ’ত বাবার অবসর ভাতা ভোগ করো নি। আমার বাবার নামে মসজিদ বানানোর আগ পর্যন্ত গত ৩০ বছর ধরে এই টাকা জমিয়েছ। আমার বাবা শান্তিতে থাকুন এবং আল্লাহ তাকে জান্নাতবাসী করুন।
আল হারবি ওই টুইট করার কয়েক ঘণ্টার মধ্যে সেটি ভা’ই’রা’ল হয়ে যায়। অনেকে ওই ছবি শেয়ারও করেন। একজন টুইটার ব্যবহারকারী লিখেছেন, আল্লাহ তাকে ও তার স্বামীকে পরকালেও এক করুন। আরেকজন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী লিখেছেন, এটি ভালোবাসার সর্বোচ্চ রূপ।