হিরো আলমের কাছেও অসহায় আ. লীগ: ফখরুল

77

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ হিরো আলমের কাছেও অসহায়। সে জন্য উপনির্বাচনে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করেছে। এছাড়া ব্রাহ্মণবাড়িয়ায় একজন ব্যক্তিকে জেতাতে

প্রার্থীকে গু’ম করা হয়েছে। এই হচ্ছে আওয়ামী লীগের বর্তমান পরিস্থিতি। শনিবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

এ সময় জনসাধারণের উদ্দেশ্যে বিএনপি মহাসচিব বলেন, আজ আমরা যে আন্দোলন করছে সেটা অস্তিত্ব রক্ষার আন্দোলন, সার্বভৌমত্ব রক্ষার আন্দোলন। সেই লক্ষ্যেই আমরা দশ দফা ও ২৭ দফা প্রণয়ন করেছি।

আজ দেশের মানুষ প্রমাণ করেছে যে তারা একটি দাবিতে আন্দোলন করছে। সেটা হলো এই অবৈধ ভোটারবিহীন সরকারের পদত্যাগ। বর্তমানে সরকার শুধুমাত্র চাপার জোরেই টিকে আছে বলে ও মন্তব্য করেন তিনি।

বিএনপি মহাসচিব বলেন, গ্যাসের দাম বাড়িয়েছে। বিদ্যুতের দাম বাড়িয়েছে। তারা একদিকে ঋণ করছে, আরেক দিকে জনগণের পকেট কাটছে। দেশ এখন লু’টে’রাদের কবলে পড়েছে। তিনি বলেন, সরকারের লোক টাকা পা’চা’রের মাধ্যমে

বিদেশে সেকেন্ড হোম করছে এমন অভিযোগ তুলেছেন বিএনপি মহাসচিব। সরকার পাতাল রেলের প্রজেক্টে ৫২ হাজার কোটি টাকা খরচ করবে অপর দিকে গরীব মানুষের ভাতার টাকা লু’ট করছে। সরকার হা’ম’লা মামলা করে আমাদের আন্দোলন দমাতে পারে নাই।

প্রসঙ্গত, গত ১ ফেব্রুয়ারি বিএনপি এমপিদের পদত্যাগ করা বগুড়া ৪ এবং ৬ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে একতারা প্রতীকে প্রতিদ্বন্দ্বীতা করেন দেশজুড়ে আলোচিত হিরো আলম। এর মধ্যে বগুড়া-৪ আসনে মাত্র ৮৩৪ ভোটে হেরে যান তিনি।

পরে সংবাদ সম্মেলনে করে হিরো আলম অভিযোগ করেন, জনগণ উপনির্বাচনে তাকে ভোট দিলেও সরকার ও প্রশাসন ভোটের ফলাফল কারচুপির অভিযোগ করেন। এবং ফলাফল কারচুপির বিরুদ্ধে আদালতে যাওয়ার ঘোষণা দেন।